Ticker

6/recent/ticker-posts

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণ উদ্বোধন।

 টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণ উদ্বোধন।

নোমান হাশেমী-টেকনাফ

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভিডব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচি ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০ ঘটিকায় টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া বাজারে আনুষ্ঠানিক ভাবে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এসময় উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রানু আক্তার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রফিক উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি জিয়াউর রহমান জিহাদ উক্ত ওয়ার্ডের বরাদ্দকৃত ৭৫০ টি কার্ড নিজ হাতে বিতরণ করেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের বরাদ্দকৃত ভিডাব্লিউবি কার্ড দেশের অন্যান্যস্থানের ন্যায় টেকনাফ সদর ইউনিয়নেও বিতরণ করা হচ্ছে। এখানে কোন ধরনের অনিয়ম ও দূর্নীতি করা হয়নি। সচ্যতার মাধ্যমে অনলাইন ভিত্তিতে কার্ড গুলো তৈরি করে স্ব-স্ব উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। যারা কার্ড পায়নি তাদেরকেও পরবর্তীতে কার্ডের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবহিত করা হবে।